Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লুকড়া ইউনিয়ন পরিষদ

হগিঞ্জ সদর উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এর মধ্য অন্যতম  ১নং লুকড়া ইউনিয়ন।  হবিগঞ্জ-লাখাই - ঢাকা আঞ্চলিক মহাসড়কের লুকড়া বাজার নামক স্থানে ১নং লুকড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি  অবস্থিত।উক্ত ভবটনটি ১নং লুকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়। ২৭ টি গ্রাম নিয়ে গঠিত লুকড়া ইউনিয়নটির মধ্যে দ ’ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য দৃশ্যমান। ০১,০২,০৩ নং ওয়ার্ডগুলো ভাটি অঞ্চল। বাকি ওয়ার্ডগুলো উজান এলাকা।  কাকুড়াকান্দি, ধনারআব্দা ও চাঁনপুর নিয়ে গ্রাম নিয়ে গঠিত ০১ নং ওয়ার্ড। কাশিপুর, মানিকের আব্দা, হরিপুর, ও  নাজিরপুর (২), গঠিত ০২ নং ওয়ার্ড। ইউনিয়নের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল ০৩ নং ওয়ার্ডটি যাদবপুর, গোপালপুর, জয়নগর, গোয়ালনগর ও মথুরা নগর নিয়ে গঠিত। ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে খোয়াই নদী বয়ে গেছে।  এসব অঞ্চলে সারা বছর নৌকা চলে। চারদিকে কেবল অথৈ পানির খেলা। ইউনিয়নের  বৃহৎ গ্রাম লুকড়া নিয়ে গঠিত ০৪ নং ওয়ার্ড। হবিগঞ্জ-লাখাই - ঢাকা আঞ্চলিক মহাসড়কের লুকড়া বাজার পেরুলে ডান দিকের সুন্দর গ্রাম বামকান্দি নিয়ে ০৫ ও ০৬ নং ওয়ার্ড গঠিত। সড়কে যেতে যেতে চোখে পড়বে ধল বাজার, টং টং শাহের মাজার, বেকিটেকা ও নাজিরপুর গ্রাম। ০৭ নং ওয়ার্ডটি ধল, নাজিরপুর ও ভাটপাড়া গ্রাম নিয়ে গঠিত । অপেক্ষাকৃত উন্নত এলাকা আসেরা ও বেকিটেকা গ্রাম নিয়ে গঠিত ০৮ নং ওয়ার্ড। পিচঢালা রাস্তায়ে আসেরা গ্রামের প্রতিটি কোনায় চলে যাওয়া যায়। সেই সাথে চলে যাওয়া যায় উন্নত আরো একটি ওয়ার্ড যা ফান্দ্রাইল, শ্যামপুর ও বদলপুর নিয়ে গঠিত ০৯ নং ওয়ার্ড নামে পরিচিত  । এখানে পাঁচপীরের ঐতিহ্যবাহী মোকাম অবস্থিত। কাঠামোগত ‍দিক দিয়ে ১জন চেয়ারম্যান এবং ৯টি ওয়ার্ডে ৯জন মেম্বার এবং সংরক্ষিত ০৩ জন মহিলা সদস্য নিয়ে পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজের জন্য ০১ জন সচিব নিয়োজিত রয়েছেন। আইনশৃঙ্খলা সহযোগিতা ও নিরপত্তার জন্য গ্রাম পুলিশ ওয়ার্ড ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ০৯ টি ওয়ার্ডে ০৯ জন গ্রাম পুলিশ ও ০১ জন দফাদার নিয়োজিত রয়েছেন।  ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাধ্যমে ইউনিয়নবাসী যাবতীয় সেবা গ্রহণ করে থাকেন। সকল  সেবা প্রদানে সহযোগিতার জন্য ০২ জন উদ্যেক্তা রয়েছেন।